স্বপ্নপূরণ! চাঁদের মাটিতে ভারত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বপ্নপূরণ! সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিট। ইসরোর তৈরি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছুঁল। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠাল ভারত। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে অটোমেটিং ল্যান্ডিংয়ের প্রক্রিয়া। বেঙ্গালুরুতে ইসরোর গ্রাউন্ড স্টেশনে শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইসরোর ইউটিউব পেজ, ইসরোর ফেসবুক পেজ থেকে সেই ঐতিহাসিক মুহূর্তের লাইভ সম্প্রচার হয়েছে।
বুধবার সকাল থেকেই সকল ভারতবাসী ঐতিহাসিক এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। এদিন সকাল থেকে দেশের নানা প্রান্তে এই অভিযানের সাফল্য কামনা করে যাগযজ্ঞ হয়েছে। কেউ নমাজ পড়ছেন, কেউ বিশেষ পুজোর আয়োজন করেছেন।
৭০০ কোটি টাকা খরচ করে চাঁদে চন্দ্রযান পাঠিয়ে লাভটা কী? এতে আমাদের কিছু সমস্যা মিটবে কি? সাধারণ মানুষের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরু অভিযান শুধু নাম প্রতিষ্ঠার জন্য নয়। এর পিছনে অনেক কারণ আছে। প্রথমত চাঁদে জলের অস্তিত্বের খোঁজ করা, দ্বিতীয় চাঁদের দক্ষিণ পিঠে তেজস্ক্রিয় মৌলের ভাণ্ডার খুঁজে বের করাই লক্ষ্য চন্দ্রযানের। চাঁদের আঁধার পিঠে যে খনিজের আকর আছে তার খোঁজ পেলে ভবিষ্যতে পৃথিবীর অনেক সমস্যারই সমাধান হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।