Chandrayaan3: আজ ইতিহাসের পথে ভারত, শুরু ফাইনাল কাউন্টডাউন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪ই জুলাই,২০২৩-এ চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান ৩। প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরত্বে এখন চন্দ্রপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় হাজির চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। ইতিহাসের গড়ার ফাইনাল কাউন্টডাউন শুরু ভারতের।
ল্যান্ডার বিক্রমকে চাঁদের খাদ থেকে সাবধানে থাকতে বলেছে ইসরো। ২০১৯ সালে চন্দ্রযান ২-র অসফলতার পর দুটি জিনিস মাথায় রাখছে ইসরো। প্রথমত, চাঁদের দক্ষিণ মেরুর গড় তাপমাত্রা থেকে মাইনাস ১৮০ ডিগ্রি সেন্টিগ্রড। এই তাপমাত্রায় যে কোনও ধাতু ভেঙে যায়। দ্বিতীয়ত, মধ্যাকর্ষণ শক্তির জেরে চন্দ্রযান ভেঙে পড়তে পারে চাঁদের বুকে। এই দুই প্রতিকূলতাকে মোকাবিলা করতে হতে হতে পারে।
ইসরো জানাচ্ছে আজ বিকেল ৫:৪৭ মিনিটে অবতরণের তোড়জোড় যখন শুরু হবে তখন চাঁদ থেকে ল্যান্ডারের দূরত্ব থাকবে ৩০ কিলোমিটার।
১) প্রথমে করা হবে রেট্রো ফায়ারিং, অর্থাৎ থ্রাস্ট ইঞ্জিন সক্রিয় করা হবে।
২) আসতে আসতে ল্যান্ডার বিক্রমের গতি কমিয়ে আনা হবে সেকেন্ডে ১.৬৮ কিমিতে।
৩) চন্দ্র থেকে ল্যান্ডার বিক্রমের দূরত্ব যখন কমে ৬.৮ কিমি হবে তখন দু’টি ইঞ্জিন বন্ধ করে দেওয়া হবে।
৪) দু’টি ইঞ্জিন সক্রিয় রেখে চাঁদের দিকে এগিয়ে যাবে ল্যান্ডার বিক্রম।
ইসরো আরও জানাল যদি কোনও কারণে আজ অবতরণ না হয় তাহলে পরবর্তী দিন চূড়ান্ত মুহূর্তের দু ঘন্টা আগে ঠিক করা হবে।