রাজ্য বিভাগে ফিরে যান

জেনে নিন কোন জেলাগুলোয় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

August 23, 2023 | < 1 min read

জেনে নিন কোন জেলাগুলোয় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ছবি সৌজন্যে: World of Kolkata

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ, বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে। কলকাতা সহ আশেপাশের কিছু এলাকায় আকাশ আজ মেঘে ঢাকা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আগামী ৫ দিনে উত্তরবঙ্গের প্রত্যেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Weather Update, #rainfall, #West Bengal Weather updates

আরো দেখুন