দেশ বিভাগে ফিরে যান

মোদী সরকারের কৃষক-শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে আজ সমাবেশ দিল্লিতে

August 24, 2023 | < 1 min read

মোদী সরকারের কৃষক-শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে আজ সমাবেশ দিল্লিতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসা, কেন্দ্রের চার ‘বিতর্কিত’ শ্রম কোড বাতিল করার মতো একাধিক দাবিতেই মোদি বিরোধিতায় একযোগে পথে নামছেন শ্রমিক এবং কৃষকরা।

আজ, বৃহস্পতিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কৃষক এবং ১০টি সর্বভারতীয় শ্রমিক সংগঠনের যৌথ সমাবেশ। আর তা নিয়ে প্রবল চাপে পড়েছে কেন্দ্রের মোদী সরকার। সংযুক্ত কিষান মোর্চা এবং শ্রমিক সংগঠনগুলির ঘোষণা, দেশব্যাপী মোদী বিরোধী কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হবে এদিনের কনভেনশন থেকেই। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচন এবং তার আগে চলতি বছরেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়, তেলেঙ্গানা ও মিজোরামের বিধানসভা ভোটের প্রাক্কালে কৃষক-শ্রমিকদের যৌথ মোদী বিরোধী কর্মসূচিকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সংগঠনগুলির তরফে বলা হচ্ছে, দেশের গরিব শ্রমিক, কর্মচারী, কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছে মোদী সরকার। একের পর এক ভুল নীতি নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে তাদের প্রতিবাদ, সমাবেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#workers, #farmers, #Farm Laws, #modi govt, #Protest

আরো দেখুন