← খেলা বিভাগে ফিরে যান
স্বপ্নভঙ্গ! বিশ্বকাপের ফাইনালে হার ভারতের প্রজ্ঞানন্দর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রজ্ঞানন্দের হার, দাবা বিশ্বকাপের ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ। বিশ্বকাপের টাইব্রেকারে হেরে গেলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের সঙ্গে প্রথম দুই ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানেই হেরে গেলেন প্রজ্ঞানন্দ।
প্রথম র্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। সেই চালেই প্রজ্ঞা পিছিয়ে যান। সেই সুযোগে ২.৫-১.৫ পয়েন্টে জয়ী হন কার্লসেন।