দেশ বিভাগে ফিরে যান

কবে বাজারে আসছে ডেঙ্গুর টিকা?

August 25, 2023 | < 1 min read

কবে বাজারে আসছে ডেঙ্গুর টিকা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডেঙ্গু প্রতি বছরের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, গোটা দেশেই বছর বছর এই মশাবাহিত রোগে প্রাণ হারান বহু মানুষজন। ডেঙ্গু নির্মূল করার লক্ষ্যে গবেষণা চলছে। জোর কদমে চলছে টিকা তৈরির কাজও। ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড আশার আলো দেখাচ্ছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কে আনন্দ কুমার জানাচ্ছেন, তাঁরা ফেজ ১ খুব শীঘ্রই সম্পন্ন করতে চলেছেন।

ফেজ ওয়ান, শেষ হলেই পরবর্তী পর্যায়ের পরীক্ষা শুরু হবে। সব মিলিয়ে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। তাঁরা আশা করছেন, ২০২৬ সালের জানুয়ারিতে বাণিজ্যিকভাবে ডেঙ্গুর টিকা আত্মপ্রকাশ করতে পারে। তবে আইআইএল একাই নয়, ভারতের আরও দু’টি টিকা প্রস্তুতকারী সংস্থা; সিরাম ইন্সস্টিটিউট অব ইন্ডিয়া এবং প্যানাসিয়া বায়োটেক ডেঙ্গুর টিকা তৈরির চেষ্টা চালাচ্ছে। শেষ কয়েক বছরে, ভারতে ডেঙ্গুর বাড়বাড়ন্ত ভয় বাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বছর জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ৩১ হাজার ৪৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৬ জনের। ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিসেস কন্ট্রোল তরফে খবর মিলেছে, ২০২০ থেকে ২০২১-র মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরের বছরে অর্থাৎ ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে বৃদ্ধির হার ছিল ২১ শতাংশ। ইতিমধ্যেই আইআইএল ডেঙ্গু ভ্যাক্সিনের প্রাথমিক পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করেছে। ১৮ থেকে ৫০ বছর বয়সি প্রায় ৯০ জনের উপর তা প্রয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, শরীরে কোনও রকম বিরূপ প্রতিক্রিয়া ধরা পরেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#dengue, #DENGUE AWARENESS, #dengue vaccine

আরো দেখুন