কলকাতা বিভাগে ফিরে যান

BJP-ABVP-র ‘যাদবপুর বাঁচাও’ কর্মসূচির জেরে নাকাল নিত্যযাত্রীরা

August 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাদবপুরকাণ্ডে প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। আজ, শুক্রবার ‘যাদবপুর বাঁচাও’ কর্মসূচির ডাক দিয়েছিল দলের ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। গোলপার্ক থেকে যাদবপুর এইট বি পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল তাঁদের। সেইমতো গোলপার্কে জমায়েত করেছিলেন সংগঠনের সদস্যরা।

এদিকে ব্যারিকেড বসিয়ে ততক্ষণে রাস্তা আটকে দিয়েছে পুলিস। জানিয়ে দেওয়া হয়, অনুমতি না থাকায় মিছিলকে এগোতে দেওয়া হবে না। কিন্তু অনড় ছিলেন এবিভিপি সমর্থকরা। শেষপর্যন্ত যখন ব্যারিকেড ভেঙে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন তাঁরা, তখনই দু’পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়।

এরফলে তীব্র যানজটের সৃষ্টি হয় দক্ষিণ কলকাতায়। নিত্যযাত্রী থেকে স্কুল ফেরত ছাত্র-ছাত্রীদের এর জেরে বিপাকে পড়তে হয়। দীর্ঘক্ষণ তাদের রাস্তায় আটকে থাকতে হয়। ক্ষোভে ফেটে পরেন অভিভাবকরা। এমনিতেই সকাল থেকে বৃষ্টিতে এমনিতেই যানবাহনের গতিবেগ ছিল শ্লথ, তার উপর বিজেপি-এবিভিপি’র কর্মসূচি পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #jadavpur university, #abvp, #JU student death

আরো দেখুন