দেশ বিভাগে ফিরে যান

মোদী অস্তের মুখে? দক্ষিণে ভরাডুবি রুখতে রজনীকান্তকে দলে টানার চেষ্টায় BJP?

August 25, 2023 | 2 min read

দক্ষিণে ভরাডুবি রুখতে রজনীকান্তকে দলে টানার চেষ্টায় BJP?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’- মিথটি কার্যত ধ্বংসের মুখে। উত্তর, পূর্ব এবং পশ্চিম ভারতে বিজেপির আসন কমবে, এমনই আশঙ্কা খোদ বিজেপির অন্দরে। চব্বিশে ভরসা বলতে দক্ষিণ ভারত। সেখানে এখন বিজেপির অস্তিত্ব নেই বললেই চলে।


২০১৯ সালে উত্তর, পশ্চিম, পূর্ব ভারত থেকে বিজেপির সর্বোচ্চ সংখ্যক আসন পাওয়া হয়ে গিয়েছে। এবার আসন সংখ্যা নিম্নগামী হওয়াই স্বাভাবিক। এমনকি মনে করা হচ্ছে, ২০১৪ সালের চেয়ে আসন কমতে পারে তিন প্রান্তে। ফলে, পদ্ম ফুল ফোটার সম্ভাবনা ক্রমেই কমছে। তাই দক্ষিণকেই টার্গেট করছে বিজেপি।

ইতিমধ্যেই রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। বিহারের নীতীশকুমার এনডিএ জোট থেকে বেরিয়ে এসেছেন। শিবসেনার একটি বড় অংশ বিজেপির সঙ্গে নেই, অজিত পাওয়ারের গুরুত্ব বাড়লে শিন্দেও বেরিয়ে আসতে পারেন। ফলে মহারাষ্ট্রে বিজেপির দশা বেহালই। পাঞ্জবে শিরোমণি অকালি দল নেই। কর্ণাটক ও রাজস্থানে দল নেতাহীন। পাখির চোখ এখন দক্ষিণ ভারত।

তামিলনাড়ু প্রথম টার্গেট। এআইএডিএমকে নেতাহীন। সেই আসনে জনপ্রিয় অভিনেতাকেও বসিয়ে কেলাফতে করতে চাইছে বিজেপি বিজেপি। বিজেপি মরিয়া হয়ে রজনীকান্তের দ্বারস্থ। তাঁকে চাইছে বিজেপি। একাধিকবার তিনি বিজেপির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পূর্ববর্তী সময়ে। এমনকী নিজের দল গড়ার করার কথা ঘোষণা করেও পিছিয়ে এসেছেন। রাজনীতিতে তাঁর আগ্রহ নেই, তা বুঝিয়ে দিয়েছেন সুপারস্টার। যদিও বিজেপি দমে যাওয়ার পাত্র নয়। রজনীকান্তকে আগামীদিনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার কার্যত প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। এখনও সে রাজ্যে বিজেপি অন্যন্ত দুর্বল, সংগঠন বা ভোটব্যাঙ্ক বলে কিছু‌‌ নেই। তাও এআইএডিএমকের দুর্বলতার সুযোগে নয়া রাজনৈতিক শক্তি হয়ে উঠে আসতে চাইছে তারা।

বিজেপি একই ছক কষেছে অন্ধ্রপ্রদেশের জন্য, জনপ্রিয় তারকা পবন কল্যাণকে বিজেপি দলে টানতে চায়। পবনের নিজেরই রাজনৈতিক দল আছে। সেই দলকে বিজেপিতে মিশিয়ে ফেলতে মরিয়া বিজেপি। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফের জোট আলোচনা চলার মধ্যেই পবন কল্যাণকেও চাইছে বিজেপি। দক্ষিণের এই দুই রাজ্যে পা রাখতে মরিয়া বিজেপি। ভরসা গ্ল্যামার দুনিয়ার তারকা। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি মোদীর মুখের ম্যাজিকে আর ভোট বাক্স ভরছে না বিজেপির?

TwitterFacebookWhatsAppEmailShare

#South India, #rajnikanth, #PM Modi

আরো দেখুন