দেশ বিভাগে ফিরে যান

যোগীর উত্তরপ্রদেশে কী মারাত্মক শিক্ষা দিচ্ছেন শিক্ষিকা? দেখুন ভিডিও

August 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট X-এ পোস্ট হওয়া একটি ভাইরাল ভিডিওতে, BJP-শাসিত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের একজন মহিলা স্কুল শিক্ষক হিন্দু ছাত্রদের একটি মুসলিম শিশুকে মারতে বলেছেন বলে দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্ট করেছেন শাদাব খান নামের একজন ব্যবহারকারী যিনি আল জাজিরা টিভির প্রাক্তন পরিচালক। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

তাঁর টুইটে লেখা ছিল “ভারতীয় স্কুলের একজন শিক্ষকের সাথে দেখা করুন যে হিন্দু বাচ্চাদের একটি মুসলিম শিশুকে মারতে বলছেন। তিনি বলেছেন যে তিনি এটি করা তার কর্তব্য করেছেন। এটি কখন যথেষ্ট হবে?”

এরপর মারধরের শিকার ছাত্রটি যন্ত্রণায় অশ্রু ফেলছে যেখানে শিক্ষক হিন্দু ছাত্রদের উৎসাহিত করছেন এসে মুসলিম ছাত্রকে চড় মারতে।

পোস্ট করা ভিডিওটি হাজার হাজার উদ্ধৃত টুইট, রিপোস্ট এবং লাইক পেয়েছে। মধ্যপ্রদেশের স্কুলগুলিতে শিক্ষার মান নিয়ে মন্তব্য করে বেশ কয়েকজন প্রতিক্রিয়া জানিয়েছেন।

শাদাবের উল্লেখ করা তথ্য অনুযায়ী, স্কুলের নাম নেহা পাবলিক স্কুল এবং শিক্ষিকা তৃপ্তি ত্যাগী। স্কুলটি উত্তরপ্রদেশের মুজাফফর নগরে অবস্থিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Teacher, #slap, #Teaching, #Uttar Pradesh

আরো দেখুন