দেশ বিভাগে ফিরে যান

২৩ আগস্ট জাতীয় মহাকাশ বিজ্ঞান দিবস, ঘোষণা প্রধানমন্ত্রীর

August 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার সকালে বেঙ্গালুরু সফরে ইসরো-তে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ আগস্ট জাতীয় মহাকাশ বিজ্ঞান দিবস, ঘোষণা করলেন।

এদিন চন্দ্রযান- ৩ মহাকাশযানের অবতরণস্থলের নামকরণ করলেন প্রধানমন্ত্রী। চাঁদের দক্ষিণ মেরুতে যে জায়গায় চন্দ্রযান-৩ নেমেছিলে তার নাম এখন থেকে হলো শিবশক্তি। শনিবার ইসরোতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গারও নামকরণ করলেন ‘তেরঙা’।

TwitterFacebookWhatsAppEmailShare

#National Space Day

আরো দেখুন