বিশ্বকাপে মহারাজের পছন্দের দলে আছেন কারা? নেই কাদের নাম
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরুষদের বিশ্বকাপ ক্রিকেটে কেমন হতে পারে ভারতীয় দল, নিজস্ব মতামত দিলেন Team India-র প্রাক্তন অধিনায়ক এবং BCCI-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি। তাঁর পছন্দের টিম ইন্ডিয়ার ১৭ জনের দলে সুযোগ পাননি এশিয়া কাপের দলে থাকা সঞ্জু স্যামসন, প্রসিধ কৃষ্ণা ও তিলক বর্মা। রাখেননি চাহাল বা অশ্বিনকেও।
সৌরভের পছন্দের ১৭জনের দলে আছেন : রোহিত শর্মা, শুভমান গিল, ঈষান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর।
সূর্যকুমারকে যেমন দলে রেখেছেন সৌরভ, তেমনি রেখেছেন তিন অলরাউন্ডারকে। সৌরভের পছন্দের দলে আছেন হার্দিক, জাদেজা ও অক্ষর। এছাড়া স্পিনার হিসেবে আছেন কুলদীপ। এমনকী শার্দূল ঠাকুরকেও দলে রেখেছেন সৌরভ ব্যাটের হাত ভাল থাকার জন্য। চোটের জন্য কেউ ছিটকে গেলে বিকল্প ক্রিকেটারের কথা জানিয়ে সৌরভ বলেছেন, যে কোনও ব্যাটসম্যান চোটের জন্য ছিটকে গেলে তিলক বর্মা, কোনও পেসার ছিটকে গেলে প্রসিধ কৃষ্ণা, আর কোনও স্পিনার ছিটকে গেলে চাহাল দলে আসতে পারে।