আরও একটি পালক বাংলার মুকুটে, কেন্দ্র থেকে গোল্ড অ্যাওয়ার্ড পেল রাজ্য
August 26, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইন্দোরে ২৬তম ন্যাশনাল ই-গভর্নেন্স কনফারেন্স আয়োজিত হয়েছিল। ভারতের কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজ্য সরকার কে Suvidha Vehicles Facilitation System-র জন্য বিশেষ গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে আজ। এই পুরস্কারটি দেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এই পুরস্কারের সাথে ১০ লক্ষ টাকার ক্যাশ পুরস্কারও দেওয়া হয়।
সিস্টেমটিতে পণ্যবাহী ট্রাকগুলির সীমানা অতিক্রম করতে এবং ক্ষয়ক্ষতির জন্য যে সময় লাগে সেটা কমিয়ে আনে।
বাংলায় ব্যবসায়িক সুবিধার উন্নতি এবং ব্যবসা করার সময় ও খরচ কমানোর জন্য রাজ্য সরকারের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়েছে।