← দেশ বিভাগে ফিরে যান
কেন্দ্রের নীতির ফলে আগামী দিনে ডালের দাম আকাশ ছুঁতে পারে বলে আশঙ্কা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাজারে ডালের দাম চড়া। কিছুদিন পরপরই বাড়ছে দাম। এর মধ্যে নতুন একটি তথ্য কপলে ভাঁজ ফেলেছে। গতবার খরিফে মরসুমে যে পরিমাণ জমিতে অড়হর, বিউলি এবং মুগ ডালের চাষ হয়েছিল, এবার তা চেয়ে ১০ লক্ষ হেক্টর কম জমিতে হচ্ছে।
জোয়ার, বাজরা, রাগির মতো প্রধানমন্ত্রীর পছন্দের ‘শ্রীঅন্ন’তে জোর দিতে গিয়ে আদতে কমছে ডাল এবং তৈলবীজ চাষের এলাকা। কৃষিমন্ত্রক সূত্রে এমন তথ্য পাওয়া গিয়েছে।
শুক্রবার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সার্বিকভাবে গতবারের চেয়ে এবার খরিফ চাষের এলাকা ৩ লক্ষ হেক্টর বেড়েছে। ধানের চাষ গতবারের চেয়ে বেড়েছে ১৬.২৩ লক্ষ হেক্টর বেশি। পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে এবার ৩৮৪ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হচ্ছে। গতবার এই সময়ে যা ছিল ৩৬৭ লক্ষ হেক্টর। কিন্তু ডালের ক্ষেত্রে এবার এলাকা কমে গিয়েছে।