বিনোদন বিভাগে ফিরে যান

এবার হাসির রাজা ভূমিকায় শাশ্বত, কার বায়োপিক বানাচ্ছে টলিপাড়া?

August 27, 2023 | < 1 min read

প্রকাশ্যে এল ছবির পোস্টার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তমকুমার, ঋত্বিক ঘটকের পর এবার বাংলা ছবির আরেক দিকপালের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। সেই কিংবদন্তি অভিনেতার সংলাপে বারবার হেসে উঠেছে বাঙালি। গল্প হলেও সত্যি, আশিতে আসিও না, ভানু গোয়েন্দা জহর এ‌্যাসিস্ট‌্যান্ট, পার্সোনাল এ‌্যাসিস্ট‌্যান্ট, ভানু পেল লটারি, ইত‌্যাদির মতো অসংখ্য ছবিতে তিনি বাঙালিকে হাসিয়ে এসেছেন। বাঙালির মনে আজও অভিনেতা ভানু বন্দ্যোপাধ‌্যায়ের স্মৃতি আগের মতোই শাশ্বত। এবার তাঁরই বায়োপিক তৈরি হচ্ছে, মুখ্য চরিত্রে অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় থাকছেন শাশ্বত। ২৬ আগস্ট অর্থাৎ ভানুর জন্মদিনে সামনে এল ছবির পোস্টারের ঝলক।

ছবির নাম, যমালয়ে জীবন্ত ভানু। ছবির পরিচালনা করছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ‌্যায়। চিত্রনাট‌্য ও সংলাপ তাঁরই। মেকআপের দায়িত্ব রয়েছে সোমনাথ কুণ্ডুর উপর। প্রস্থেটিক মেকআপের সাহায‌্য নেওয়া হচ্ছে। ছবির প্রযোজনা করছেন সুমনকুমার দাস, মিউজিক করছেন রাজা নারায়ণ দেব। ছবিটি আদ্যন্ত ফ্যান্টাসি-কমেডি।

সাড়ে চুয়াত্তরের ‘মাসিমা মালপো খামু’র মতো সংলাপ বাঙালির মুখে মুখে ঘোরে, ভানু আজও বাঙালির মনে উজ্জ্বল। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই ছবিটি বানাচ্ছেন নির্মাতারা। ভানুর ফ‌্যানদের সংখ্যা গুনে শেষ করা যায় না, সেই বাঙালি আবেগকে ছুঁয়েই ছবি তৈরি হচ্ছে। যমালয়ে জীবন্ত মানুষ ছবিটির পাশাপাশি, নানান গল্পের রেফারেন্স থাকবে। নির্মাতাদের বিশ্বাস, যা বাঙালির নস্টালজিয়াকে হিট করবে। সামনের বছরের শুরুতে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। পরিচালকের কথায়, বাবা-মায়েদের পাশাপাশি এখনকার প্রজন্মও যাতে ছবিটি দেখতে উপভোগ করে, সেভাবেই তিনি ছবিটি তৈরির কথা ভাবছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Biopic, #saswata chatterjee, #Jomaloye Jibonto Bhanu, #Bhanu Banerjee

আরো দেখুন