দেশ বিভাগে ফিরে যান

এই কেন্দ্রীয় মন্ত্রীকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে মন্ত্রিসভা থেকে অপসারণ চাইলেন BJP বিধায়কই

August 28, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে “এক নম্বর দুর্নীতিগ্রস্ত ” বলে অভিহিত করে সোমবার রাজস্থানের বিজেপি বিধায়ক কৈলাশ মেঘওয়াল বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবেন তাকে মন্ত্রীসভা থেকে সরিয়ে দিতে বলবেন।

রাজস্থানের ভিলওয়ারার একটি গ্রামে জনসভার সময় বিধায়ক কৈলাশ মেঘওয়াল এই অভিযোগ করেছিলেন তবে বিস্তারিত আর কিছু বলেননি।

বিকানেরের সাংসদ অর্জুন রাম মেঘওয়ালকে সম্প্রতি রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী ইস্তেহার কমিটির আহ্বায়ক নিযুক্ত করা হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kailash Chandra Meghwal, #Union minister, #bjp, #Arjun Ram Meghwal, #BJP MLA, #modi govt

আরো দেখুন