রাজ্য বিভাগে ফিরে যান

বিয়ের অনুষ্ঠানের থিম দাবা! নিমন্ত্রিতরা মাতলেন ৬৪ খোপের খেলায়, কোথায়?

August 29, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে- আজকাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি প্রজ্ঞানন্দ বিশ্ব দাবায় টাইব্রেকারে পরাজিত হয়েছেন কার্লসেনের কাছে। তবে ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্বদাবার ফাইনালে পৌঁছনো প্রজ্ঞানন্দ এখন দেশের কিশোর থেকে যুব সমাজের কাছে অনুপ্রেরণা। তিনি যেভাবে খেলেছেন আগামী দিনে বিশ্বনাথ আনন্দের মত দাবায় বিশ্ব শাসন করবেন বলেই মনে করছেন অনেকে। সেই দাবা খেলাকেই নিজের বিয়ের থিম করলেন উত্তরপাড়ার দাবারু শিবশঙ্কর আইয়ার।

ভাসছে সানাইয়ের সুর। সেজেগুজে নিমন্ত্রিতরা আসছেন নবদম্পতিকে আর্শীবাদ জানাতে। আপাতভাবে আর পাঁচটা বিয়েবাড়ির মতো দেখতে লাগলেও অনুষ্ঠান বাড়ির মেজাজ ছিল একটু অন্যরকম। আমন্ত্রিতদের বিনোদনের কথা মাথায় রেখে বিয়েবাড়িতে বসল দাবা প্রতিযোগিতার আসর।

প্রায় এক দশকেরও বেশি সময় উত্তরপাড়ায় বসবাস শিবশঙ্করের। একের পর এক জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছেন তিনি। একাধিকবার পুরস্কারও পেয়েছেন। এরপর বিগত ৮ বছর ধরে দাবার কোচের দায়িত্ব সামলাচ্ছেন। পাত্রী পূজা বেলুড়ের বাসিন্দা। আগামী প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি কমানো এবং ছেলে মেয়েদের বুদ্ধির বিকাশে সহযোগিতা করতে উৎসাহ দেওয়াই মূল উদ্দেশ্য বলে জানান শিবশঙ্কর। নিমন্ত্রিতরা অনেকেই দাদা খেলার সঙ্গে যুক্ত সর্বপরি পাত্র একজন দাবারু তাই তাঁর বিয়েতে দাবার আসর বসায় খুশি নিমন্ত্রিতরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#chess, #Wedding Ceremony, #West Bengal, #hooghly

আরো দেখুন