এশিয়া কাপে নেই কোন ভারতীয় ব্যাটার? সচিনকে টপকানোর সুযোগই বা কাদের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাইশ গজে শুরু হচ্ছে এশিয়া সেরা হওয়ার লড়াই। আসন্ন এশিয়া সচিন মাস্টার ব্লাস্টারকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির সামনে। অন্যদিকে হালকা চোটের কারণে প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না লোকেশ রাহুল।
এশিয়া কাপে ৯৭১ রান করেছেন সচিন। এশিয়া কাপে ব্যক্তিগত রানের নিরিখে যা তৃতীয় সর্বোচ্চ। ভারত অধিনায়ক রোহিত শর্মা এশিয়া কাপে এখনও অবধি ৭৪৫ রান করে, তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। বিরাট কোহলি করেছেন ৬১৩ রান, তিনি রয়েছে তালিকায় দ্বাদশ স্থানে। ফলে দুই ব্যাটসম্যানের সামনেই থাকছে সচিনকে পেরিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। এশিয়া কাপে আর ২২৬ রান করলেই সচিনকে টপকে যাবেন রোহিত। অন্যদিকে, বিরাটের প্রয়োজন ৩৫৮ রান।
আগামীকাল অর্থাৎ ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। মুলতানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। ২ সেপ্টেম্বর প্রথম মাঠে নামবে ভারত। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে, মঙ্গলবার টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় জানালেন, আসন্ন এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না লোকেশ রাহুল।
গ্রুপ পর্বে পাকিস্তান ও নেপাল ম্যাচে থাকছেন না কে এল রাহুল। এক্সে দ্রাবিড় লিখছেন, লোকেশ রাহুল দারুণ উন্নতি করছিল। কিন্তু এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারবে না রাহুল। বিশ্বকাপের আগেই কি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন রাহুল? অন্যথায় কী করবেন নির্বাচকরা? চিন্তা দেশের ক্রিকেটপ্রেমী মহলে।