তুঙ্গে পরিবেশবান্ধব রাখির চাহিদা, কী কী দিয়ে তৈরি হচ্ছে এই রাখি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিন দিন পরিবেশবান্ধব রাখির উপর ঝোঁক বাড়ছে মানুষের, গত বছর কচুরিপানার রাখির চাহিদা ছিল তুঙ্গে। এবার আরও বেড়েছে পরিবেশবান্ধব রাখির চাহিদা। তাল পাতার উপর কারুকার্য করে তৈরি হচ্ছে রাখি। কলার খোল, সুপুরির খোলের রাখিও ক্রেতারা কিনছেন। এবছরের চাহিদা দেখে খাদি বোর্ডের অধীনস্থ সোসাইটিগুলি আগামী বছর রাজ্যের সর্বত্র পরিবেশবান্ধব রাখি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
বাংলার খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড এবং তাদের অধীনস্থ কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি এবার বেশ কিছু আকর্ষণীয় রাখি তৈরি করেছে। মসলিন কাপড়ের উপর তেরঙ্গা রঙে তৈরি রাখি বিশেষ নজর কেড়েছে। সুপুরি, কলার খোল, তালপাতা, খেজুর পাতা, কলা গাছের খোল, সাবু দানা, মুসুর ডাল, মুগ ডাল ইত্যাদি ব্যবহার করেও নানা ধরনের রাখি তৈরি করা হয়েছে। রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান কল্লোল খাঁর কথায়, বৈচিত্রময়, আধুনিক, পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখি তাঁরা তৈরি করছেন। বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তাঁরা রাজ্যের তরফে শিল্পীদের উৎসাহিত করে আরও নতুন কিছু করার প্রচেষ্টা করছেন।
কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির কর্তা তপন মোদক জানাচ্ছেন, আগামী বছর পরিবেশবান্ধব রাখি তৈরির জন্য এবছরই বিভিন্ন সংস্থা থেকে তাঁরা বরাত পেয়ে গিয়েছেন। শুরুতেই এই সাফল্যে তাঁরা খুশি।