দেশ বিভাগে ফিরে যান

শুধু ভারত নয়, আর কোথায় হিন্দু রাষ্ট্র বানাতে ক্ষেপে উঠল হিন্দুত্ববাদীরা?

August 30, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিবার ভোট এলেই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি ওঠে। এবার চাঁদকেই হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি করে বসলেন এক হিন্দুত্ববাদী সংগঠনের সভাপতি! অখিল ভারত হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণী এমন অদ্ভুত দাবি করেছেন এক ভিডিও প্রকাশ করে, অন্য ধর্মের মানুষ চাঁদে পৌঁছে বাড়বাড়ন্ত শুরু করার আগেই চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হোক। ভিডিও বার্তায় তাঁর দাবি, সংসদে চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হোক। রাষ্ট্রসঙ্ঘেও প্রস্তাব পাশ করানো হোক।

চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে চন্দ্রযান-৩, চন্দ্রযান-৩-র অভিযান সফল হতেই স্বামী চক্রপাণীর এ বক্তব্য শুনে উত্তাল সমাজ মাধ্যম। ব্যঙ্গ, শুরু করছে নিন্দুকেরা। চন্দ্রযান-৩ অভিযান সফল হওয়ার প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিক্রমের অবতরণ স্থলের নাম শিবশক্তি পয়েন্ট রাখায়, মোদীকে ধন্যবাদ জানান চক্রপাণী। শিবশক্তি পয়েন্টকেই হিন্দু রাষ্ট্রের রাজধানী ঘোষণার পরামর্শ দিয়েছেন চক্রপাণী। ওয়াকিবহাল মহলের ধারণা, চন্দ্রযানের সাফল্যের ধর্মীয় মেরুকরণ করতেই এমন প্রস্তাব দিচ্ছেন কট্টর হিন্দুত্ববাদী নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #RSS, #Moon, #Hindutva, #modi govt, #Hindu rashtra, #Chandrayan 3, #Akhil Bharat Hindu MahaSabha

আরো দেখুন