প্রয়াত এই সময়ের অন্যতম জনপ্রিয় গীতিকার-কবি কিংশুক চট্টোপাধ্যায়
August 30, 2023 | < 1min read
প্রয়াত এই সময়ের অন্যতম জনপ্রিয় গীতিকার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘ একমাস যাবত অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন এই সময়ের গীতিকার-কবি কিংশুক চট্টোপাধ্যায়। সোনারপুরের এক হাসপাতালে আজ সকালে মারা যান তিনি। মৃত্যুকালে কিংশুকের বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।
কিংশুকের লেখা গান গেয়েছেন হৈমন্তী শুক্লা, নচিকেতা চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, রূপঙ্কর বাগচি, সিধু-সহ বাংলার জনপ্রিয় শিল্পী। শিলাজিতের ‘এসো হে কেষ্ট’ কিংবা রূপঙ্করের ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’র মতো বিখ্যাত গান বেরিয়ে এসেছে কিংশুকের কলম থেকেই। সম্প্রতি হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবি ‘ও লাভলি’-তেও গান লিখেছেন তিনি। তাঁর মৃত্যু সংবাদে প্রত্যেকেই শোকস্তব্ধ।