ভ্রমণ বিভাগে ফিরে যান

বড়দিনে বেড়াতে যেতে চাইছেন? ট্রেনের টিকিট কিন্তু শেষের পথে

August 31, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর সময় বেড়াতে যাওয়ার টিকিট আগেই ফুরিয়ে গিয়েছে। বাঙালি এবার বড়দিনের ছুটির প্ল্যান করতে শুরু করেছে। কিন্তু টিকিট কাটা শেষের পথে। বছরের শেষে ছুটির মরশুমে অনেকেই দার্জিলিং যেতে চাইছেন। পুরীর সমুদ্র সৈকতে ছুটি কাটাতেও যেতে চাইছেন কেউ কেউ।

রেলমন্ত্রক তরফে খবর, উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেনের টিকিট নাকি শেষ। ওয়েটিং লিস্টের তালিকাও বেশ লম্বা। দার্জিলিং মেলের ওয়েটিং লিস্ট এখনই একশো ছাড়িয়েছে। ডিসেম্বর ২২, ২৩ এবং ২৪ তারিখ, পদাতিক, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওয়েটিং লিস্ট গড়ে পঞ্চাশ ছাড়িয়েছে। ২৩ ডিসেম্বর তারিখের বন্দে ভারত ট্রেনের ওয়েটিং লিস্টে ১০০-র বেশি যাত্রীর নাম রয়েছে। ২৩ ডিসেম্বর কামরূপ, সরাইঘাট এক্সপ্রেসেও ওয়েটিং লিস্ট উপচে পড়ছে। ২২ ডিসেম্বরের ওয়েটিং লিস্টে প্রায় ১০০ যাত্রী রয়েছে। হাওড়া-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেসে ২২, ২৩ ও ২৪ ডিসেম্বরের ওয়েটিং লিস্টে এখনও পর্যন্ত গড়ে ১৫০ বেশি নাম রয়েছে। পাহাড় ও সমুদ্র যাওয়ার ট্রেনগুলির টিকিট মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর রয়েছে, হাওড়া-নিউ জলপাইগুলি শতাব্দী এক্সপ্রেসে একটি বাড়তি ভিস্তাডোম কোচ সংযুক্ত হতে চলেছে। সেপ্টেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশেষ কোচটি শতাব্দীর সঙ্গে সংযুক্ত থাকবে। ওই সময়কালে ১৫টি কোচ নিয়ে শতাব্দী চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Train Tickets, #christmas, #Christmas Festival, #Travel

আরো দেখুন