ডার্বি দেখতে যাবেন? জেনে নিন কোথায় কীভাবে মিলছে টিকিট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডুরান্ড কাপের ফাইনালে আবার ডার্বি ম্যাচ। মোহনবাগান যখন বদলা নিতে তৈরি হচ্ছে, অন্যদিকে ট্রফির খরা কাটিয়ে ডুরান্ড কাপ ঘরে তুলতে মরিয়া ইস্টবেঙ্গলও। স্বাভাবিকভাবেই টিকিটের চাহিদা তুঙ্গে, এবং শুক্রবার সকাল থেকেই ময়দানে টিকিটের লম্বা লাইন।
শুক্রবার ম্যাচ শেষ হতেই টিকিট নিয়ে খোঁজ খবর করতে শুরু করে দেন দুই দলের সমর্থকরা। কবে থেকে টিকিট দেওয়া শুরু হবে, কোথায় পাওয়া যাবেএই নিয়ে জল্পনাও শুরু হয়। তবে ডুরান্ড কমিটি ফাইনালের টিকিট নিয়ে অপেক্ষা না করে জানিয়ে দিয়েছে, রবিবার দুপুর চারটের সময় শুরু হবে ডুরান্ড কাপ ফাইনাল। তার আগে পর্যন্ত পাওয়া যাবে টিকিট।
জানা গেছে, গত ডার্বির মত এবারের ডার্বিতেও অনলাইনে টিকিট মিলবে না। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব থেকে আজ সকাল ১১ তা থেকে মিলছে টিকিট টিকিট। ১ ও ২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি হবে ডুরান্ডের টিকিট। ৩ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিক্রি হবে টিকিট। আগে এলে আগে পাওয়া যাওয়ার ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে। দুই ক্লাব থেকে টিকিট বিক্রির সময় এক।