প্রকাশ্য সভামঞ্চে যোগীকে খোঁচা! BJP ছাড়তে পারেন বরুণ গান্ধী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রমেই বিজেপির সঙ্গে খোদ দলের সাংসদ বরুণ গান্ধীর দূরত্ব বাড়ছে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে তিনি বিজেপি ছাড়তে পারেন। একাধিকবার দলের বিরুদ্ধে মন্তব্য করে তিনি বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন, মোদীকে খোঁচা দিতেও পিছপা হননি তিনি। এবার সরাসরি দলের নীতির বিরুদ্ধে আক্রমণ শানালেন বরুণ। সমাজ মাধ্যমে বরুণের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। যা গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে।
কী করলেন বরুণ?
সোমবার, উত্তরপ্রদেশের পিলিভিটে নিজের লোকসভা কেন্দ্রে এক সভায় তিনি বক্তব্য রাখছিলেন।সভামঞ্চে এক সাধুর মোবাইল ফোন তখনই বেজে ওঠে। দলীয় সমর্থকরা তাঁকে মোবাইল বন্ধ করতে বলেন। বরুণ বলে ওঠেন, নিষেধ করবেন না। কে বলতে পারে এই মহারাজও কোনওদিন মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন। অনেকেই বলছেন, বরুণের নিশানা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। যোগীকে মুখ্যমন্ত্রী করার জন্য দলীয় নীতির সমালোচনা করেছেন তিনি।