← রাজ্য বিভাগে ফিরে যান
বাংলায় কোন কোন জেলায় বৃষ্টি? জানিয়ে দিল মৌসম ভবন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতার আকাশ মূলত মেঘলা থাঅবে, বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ২ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ২-৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
হাওয়া অফিস জানিয়েছে,২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।