দেশ বিভাগে ফিরে যান

চব্বিশে BJP-কে রুখতে কোন ফর্মুলা? INDIA-র বৈঠকে আজ‌ই কী সিদ্ধান্ত?

September 1, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাখির চোখ ২০২৪-এর লোকসভা ভোট। তার আগেই ৫ রাজ্যের বিধানসভা ভোটে অ্যাসিড টেস্ট হয়ে যাবে। ২রা সেপ্টেম্বরের আগেই লোকসভা ভোটের আসন ভাগাভাগি নিয়ে রফাসূত্র চূড়ান্ত করতে চাইছে বিরোধী ‘INDIA’ জোট। চব্বিশে বিজেপিকে রুখতে কোন ফর্মুলায় আসন ভাগাভাগি হতে পারে তা নিয়ে আজ, শুক্রবার মুম্বইয়ে দ্বিতীয় দিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। আজকের বৈঠকে ২৪-এর রণকৌশল সংক্রান্ত মূল আলোচনা হবে।

গতকাল বৃহস্পতিবার ‘২৪-এর নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব দিয়েছেন মমতা। বৈঠক শেষে তৃণমূলনেত্রী জানান, হাতে বেশি সময় নেই। তাই সময় নষ্ট করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব বিরোধীদের মাঠে নেমে পড়তে হবে। INDIA জোটের এ দিনের বৈঠকেই আসন সমঝোতার বিষয় নিয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। সেখানে অরবিন্দ কেজিরওয়ালসহ বিরোধী কয়েক জন নেতা দ্রুত আসন সমঝোতা সেরে ফেলার প্রস্তাব দিয়েছেন। খসড়া লোগোতে ‘বোলে ইন্ডিয়া, দিল মাঙ্গে ইন্ডিয়া’ এই বাক্য ২টি বদল করার প্রস্তাব‌ও দেওয়া হয়েছে।

এছাড়াও জানা গিয়েছে, আজকের বৈঠকে প্রকাশিত হবে জোটের লোগো, পতাকা। এছাড়াও তৈরি হবে প্রচার কমিটি, স্থির হবে INDIA-র আহ্বায়কও। সূত্রের খবর, তরুণ প্রজন্মে নজর দিতে চাইছে বিরোধী নেতৃত্ব। সেক্ষেত্রে উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাঘব চাড্ডা, আদিত্য ঠাকরের নাম।

কোন ফর্মুলায় রাজ্যে রাজ্যে BJP বিরোধী দলগুলির মধ্যে আসন ভাগাভাগি হবে, তা নিয়ে আগামী ২ অক্টোবর এই বিষয়ে প্রকাশ্যে INDIA-র তরফে আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তাবও দেওয়া হয়েছিল গতকালের বৈঠকে। বিজেপির বিজয়-রথ রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই একের বিরুদ্ধে এক লড়াইয়ের ফর্মুলা দিয়েছেন। যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে যে দল শক্তিশালী, সেই দল সেখানে মূল লড়াই করবে বলেও তিনি প্রস্তাব দিয়েছেন। মমতার এই ফর্মুলা নিয়ে আজ আরও বিশদে আলোচনা হতে পারে। প্রবীণ আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব‌ও ফের একের বিরুদ্ধে এক লড়াইয়ের পক্ষে সওয়াল করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Modi Government, #2024 Lok Sabha Elections, #India, #opposition

আরো দেখুন