রাজ্য বিভাগে ফিরে যান

আজ বৃষ্টি মাথায় নিয়ে দেখতে হবে ডার্বি? জানুন আজকের আবহাওয়া

September 3, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: Reuters

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এদিকে আবহাওয়া দপ্তর বলছে শনিবারের মতো রবিবারও রাজ্যে বৃষ্টি হতে পারে। এদিন সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। তবে কলকাতায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি্র সম্ভাবনা আছে। কোনও কোনও ক্ষেত্রে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সোমবার, মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে রবিবার এবং সোমবার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হাওয়া অফিসের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #Weather, #Weather forecast

আরো দেখুন