গৌতম গম্ভীরকো গুসসা কিউঁ আতা হ্যায়? কোহলির নাম শুনে এদিন যা করলেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার এশিয়া কাপ ক্রিকেটে যখন ভারত-নেপাল মুখোমুখি হয়েছে, তখন মাঠে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
তিনি যখন মাঠ থেকে কমেন্ট্রি রুমের দিকে যাচ্ছিলেন, তখন দর্শকরা কোহলি কোহলি বলে চেচাচ্ছিল। সেই সময় গৌতম মেজাজ হারিয়ে দর্শকদের উদ্দেশ্যে আঙ্গুল দেখিয়ে অশালীন আচরণ করেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
উল্লেখ্য, গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মধ্যে দীর্ঘ সময় ধরে একটা ‘মধুর সম্পর্ক’ রয়েছে। তাঁদের সম্পর্কের তিক্ততা বা রসায়ন ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। গত আইপিএলেই এই সম্পর্কের তিক্ততার কথা একেবারে জনসমক্ষে উঠে এসেছিল। লখনৌ সুপার জায়ান্টস এবং আরসিবির ম্যাচে বারবার মাঠের মধ্যেই ঝামেলায় জড়িয়েছেন দুই তারকা। যা নিয়ে কম বিতর্ক হয়নি।
শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচেই বিরাটের আউট হওয়ার ধরনকে সামনে তুলে ধরেও তাঁকে একহাত নিয়েছিলেন গম্ভীর।