চব্বিশের আগে বঙ্গ BJP-তে সাংগঠনিক রদবদল? তুঙ্গে জল্পনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চব্বিশে মহারণের প্রস্তুতি জোর কদমে শুরু করেছে বিজেপি। জল্পনা ছড়িয়েছে, লোকসভা নির্বাচনে প্রাক্কালে বঙ্গ বিজেপিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন নাকি আসন্ন। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। জানা যাচ্ছে, পাঁচ দিনের বিশেষ অধিবেশন চলাকালীন বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন সভাপতি জে পি নাড্ডা। শোনা যাচ্ছে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নাকি হাজির থাকতে পারেন বৈঠকে।
অমিত শাহ বঙ্গ বিজেপিকে আসন্ন লোকসভা ভোটে ৩৫টি আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন। কিন্তু বঙ্গ বিজেপি নিয়ে দফায় দফায় অভ্যন্তরীণ মূল্যায়ন করে দিল্লি বিজেপি বুঝেছে, কোনওভাবেই টার্গেট পূরণ করা সম্ভব হবে না। শোনা যাচ্ছে, বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়নে নাকি ইঙ্গিত মিলেছে, ৩৫টি আসনে জয়লাভ তো সুদূরের ব্যাপার! ২০১৯ সালের নির্বাচনে বাংলায় জেতা আসনগুলি ধরে রাখতেই বঙ্গ বিজেপিকে বেগ পেতে হবে।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লির সম্ভাব্য বৈঠকে শাহ, নাড্ডারা মাটির প্রকৃত অবস্থার খোঁজ নেবেন। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে কোনওরকম গলদ রয়ে যাচ্ছে কি না, বঙ্গ বিজেপিতে শিবির-রাজনীতি কতটা প্রকট হয়ে দেখা দিয়েছে এবং একাধিকবার বলা সত্ত্বেও তৃণমূলস্তরের নেতা, কর্মীদের মন বুঝতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা আদৌ আগ্রহ দেখাচ্ছেন কি না, ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেবেন শাহরা।