খেলা বিভাগে ফিরে যান

বাবা হলেন যশপ্রীত বুমরাহ

September 4, 2023 | < 1 min read

বাবা হলেন যশপ্রীত বুমরাহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাবা হলেন যশপ্রীত বুমরাহ। হঠাৎ করেই এশিয়া কাপ চলাকালীন দেশে ফেরেন যশপ্রীত বুমরাহ। কিন্তু কেন আচমকাই দেশে ফিরতে হল বুমরাহকে? ক্রীড়াপ্রেমীরা উত্তর খুঁজছিলেন। জানা যায় তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য মুম্বইয়ে ফেরেন বুমরাহ। আজ, সোমবার সকালেই পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারতের তারকা পেসার। সমাজ মাধ্যমে পুত্রর জন্মের কথা জানিয়েছেন বুমরাহ ও তাঁর স্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#father, #New born baby, #jasprit bumrah

আরো দেখুন