খেলা বিভাগে ফিরে যান

আজ এশিয়া কাপে ডু-অর-ডাই ম্যাচে ভারতের প্রতিপক্ষ নবাগত নেপাল

September 4, 2023 | < 1 min read

আজ এশিয়া কাপে ডু-অর-ডাই ম্যাচে ভারতের প্রতিপক্ষ নবাগত নেপাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:এশিয়া কাপে বৃষ্টির জন্য পয়েন্ট ভাগাভাগি হয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে। আজ ভারতের বিরুদ্ধে প্রথমবার খেলতে নামছে নেপাল। ভারতকে এশিয়া কাপে টিকে থাকতে গেলে আজকে নেপালকে হারাতেই হবে।

এমার্জিং এশিয়া কাপে ভারতীয়-এ দলের কাছে শোচনীয়ভাবে হারে নেপালের এই দল। সেই দলের আট খেলোয়াড় রয়েছে এশিয়া কাপের নেপালের জাতীয় দলে। যদিও সব দিক থেকে রোহিত-বিরাটরা এগিয়ে নেপালের থেকে তবুও আজকের ম্যাচ ডু-অর-ডাই ভারতের কাছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Cricket, #Nepal, #asia cup

আরো দেখুন