রাজ্য বিভাগে ফিরে যান

জন্মাষ্টমীতে কচুয়া ধাম আর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? রইল ট্রেনের তথ্য

September 4, 2023 | 1 min read

জন্মাষ্টমীতে কচুয়া ধাম আর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, এই তিথিই লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস রূপে পালিত হয়। আবির্ভাব তিথি উপলক্ষ্যে কচুয়া ধামে লোকনাথ বাবার মন্দিরে হাজার হাজার মানুষ পুজো দিতে যান। কচুয়া ধামে পৌঁছতে কাঁকড়া-মির্জানগর হল্ট স্টেশনে নামতে হয়। লোকাল ট্রেন ভিড়ে থিক থিক করে। ভিড়ের কথা মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা করছে পূর্ব রেল। ৫ ও ৬ সেপ্টেম্বর, দু’দিন শিয়ালদহের বারাসত-হাসনাবাদ শাখায় এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ট্রেনটি আগামী ৫ এবং ৬ সেপ্টেম্বর বেলা সওয়া ১২টা নাগাদ বারাসত থেকে ছাড়বে। দুপুর ১টা ৩৮ মিনিটে হাসনাবাদ পৌঁছবে। ফিরতি ট্রেনটি হাসনাবাদ থেকে দুপুর ২টো ৪৫ মিনিটে ছাড়বে। দুপুর ৩টে ৪৫ মিনিটে তা বারাসত পৌঁছবে। যাত্রাপথে সমস্ত স্টেশনেই দাঁড়াবে বিশেষ ট্রেনটি।

কৌশিকী অমাবস্যা তিথি পড়েছে আগামী ১৩ এবং ১৪ সেপ্টেম্বর, ওই তিথিতে তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। রামপুরহাট স্টেশনে নামেন ভক্তরা। কিন্তু এখন রামপুরহাট-চাতরা সেকশনে থার্ড লাইন চালুর কাজ চলছে। রেল গত এক সপ্তাহের বেশি সময় ধরে ওই শাখায় বহু ট্রেন বাতিল করেছে। যাত্রীদের আগাম জানিয়েও দেওয়া হয়েছে। তবে কৌশিকী অমবস্যার কথা মাথায় রেখে রামপুরহাট-চাতরা শাখায় চলা ট্রেনগুলি নির্দিষ্ট সূচিতে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে রেল। জানা গিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার টার্গেট নিয়েছে পূর্ব রেল। রেলের আধিকারিকদের আশা, অমাবস্যার আগে থার্ড লাইন চালু হলে যাত্রীদের সুবিধা হবে। ট্রেনের গতি ও সময়ানুবর্তিতাও বাড়বে। ইতিমধ্যেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যাওয়ার জন্য ভক্তরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গুরুদেব এক্সপ্রেস প্রভৃতি ট্রেনের ওয়েটিং লিস্ট ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#train schedule, #kochua dham, #Janmashtami, #koushiki amabasya, #Train timings

আরো দেখুন