← রাজ্য বিভাগে ফিরে যান
আজ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, রইল UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকায়। গভীর রাতে বৃষ্টি থেমে গেলেও আজ সকালে আবার শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।
একাধিক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ পরিস্থিতি। আর তাতেই ক্রমশ বদলাচ্ছে বর্ষার আবহাওয়ার রূপ। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও হুগলি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।