Bone Bank গড়ার উদ্যোগ শুরু হয়েছে রাজ্যে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অর্থোপেডিক বিভাগে প্রায়শই হাঁটু, কোমর ও অস্থিসন্ধির বিভিন্ন জায়গার হাড় প্রতিস্থাপনের প্রয়োজন হয়। এখন মানব হাড় বাদ দিয়ে ইমপ্ল্যান্ট বসানো হয়। বোন ব্যাঙ্ক থাকলে এই কাজে মানব হাড় সংরক্ষণ এবং ব্যবহার সম্ভব। প্রায় তিন সপ্তাহ পর্যন্ত এই হাড় আধুনিক পরিকাঠামোর মধ্যে সংরক্ষিত রাখা সম্ভব।
ফলে স্কিন বা ত্বকের পর এবার বোন ব্যাঙ্ক (হাড়ের ব্যাঙ্ক) গড়ার উদ্যোগ শুরু হয়েছে রাজ্যে। বোন ব্যাঙ্কের জন্য আবেদনপত্র জমা পড়তে শুরু করেছে স্বাস্থ্যদপ্তরে। জানা গিয়েছে, ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতাল এই আবেদন জানিয়েছ। পিজি’র অর্থোপেডিক বিভাগও বোন ব্যাঙ্কের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাড়ের ক্যান্সার বা বোন টিউমারের চিকিৎসায় জরুরি ভূমিকা নেবে এই ধরনের ব্যাঙ্ক। এছাড়া বোন গ্যাপ বা দুটি হাড়ের মধবর্তী অংশের ফাঁক বন্ধ করতে এবং বোন লস বা হাড় নষ্ট বা হাড় মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে ব্যাঙ্কে সংরক্ষিত হাড় দিয়ে প্রতিস্থাপন সম্ভব।