খেলা বিভাগে ফিরে যান

Asia Cup 2023-এ নেপাল ম্যাচে কোন নজির গড়লেন কোহলি?

September 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নেপালকে হারিয়ে সুপার ফোরের রাস্তা পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে কুৎসিত ফিল্ডিং করেন ভারতের ক্রিকেটাররা। সোমবারের ম্যাচে নেপালের বিরুদ্ধে প্রত্যাশিত ফিল্ডিং করতে পারেননি বিরাট কোহলিও। ম্যাচের দ্বিতীয় ওভারেই সিরাজের বলে সহজ ক্যাচ দিয়ে বসেন আসিফ। কিন্তু শর্ট কভারে দাঁড়ানো কোহলি ক্যাচ ফেলে দেন। যদিও পরে আসিফ বিরাটের হাতেই ধরা পড়েন। শর্ট কভারে দাঁড়িয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন বিরাট।

সেই ক্যাচ ধরেই বিরাট নয়া রেকর্ড গড়লেন। বিরাট এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৩তম ক্যাচ ধরে, এক দিনের ক্রিকেটে ক্যাচের সংখ্যার নিরিখে নিউজিল্যান্ডের রস টেলরকে টপকে গেলেন তিনি। টেলরের ক্যাচের সংখ্যা ছিল ১৪২টি। তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন বিরাট। এক দিনে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের দখলে। তিনি ২১৮টি ক্যাচ ধরে ছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং, তাঁর ক্যাচের সংখ্যা ১৬০টি। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। আজহারউদ্দিনের ক্যাচের সংখ্যা ১৫৬টি।ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলি। ১৪০টি ক্যাচ ধরে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শচীন তেন্ডুলকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Virat Kohli, #Asia Cup 2023, #IND vs NEP

আরো দেখুন