← রাজ্য বিভাগে ফিরে যান
আজ রাজ্যে দিনভর বৃষ্টির পূর্বাভাস, রইল UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সকাল থেকেই কলকাতাজুড়ে তুমুল বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।
নিম্নচাপের ফলে এই বৃষ্টি টানা আরও কয়েকদিন হবে বলে জানাল আবহাওয়া দপ্তর। পরিস্থিতি।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কবার্তা। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও হুগলি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।