জন্মাষ্টমীতে কচুয়ার লোকনাথ ধামে মানুষের ঢল, কী ব্যবস্থা প্রশাসনের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জন্মাষ্টমী উপলক্ষ্যে বসিরহাটের কচুয়া লোকনাথ মন্দিরে উপচে পড়ে মানুষের ভিড়। তিন দিন ধরে চলে অনুষ্ঠান। জল নিয়ে ভক্তদের ঢল নামে বসিরহাটের কচুয়া লোকনাথ মন্দিরে। ভিড় সামাল দিতে প্রস্তুত প্রশাসন। মঙ্গলবার তার প্রস্তুতি দেখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বসিরহাটের সাংসদ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য, বসিরহাট-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখরা উপস্থিত ছিলেন বৈঠকে।
কয়েক বছর আগে একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল, সেই দিকে লক্ষ্য রেখে কচুয়া ধামে আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানা বসিরহাটের সাংসদ। পুলিশ সবদিকে ব্যারিকেড গড়েছে। উৎসব, অনুষ্ঠান চলাকালীন তিনদিন ধরে প্রশাসনিক তৎপরতা থাকবে কচুয়াজুড়ে। কেউ যাতে কোনও ধরনের অসুবিধায় না পড়ে, সেদিকে নজর রাখবে প্রশাসন।