জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী
September 6, 2023 | < 1min read
ছবি সৌজন্যে: PTI
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জি-২০ সম্মেলন উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ওই নৈশভোজে আমন্ত্রিত দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী।
আমন্ত্রণ রক্ষা করতে ৯ সেপ্টেম্বর বিকেলে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈশভোজে যোগ দিয়ে পরদিন সকালেই কলকাতায় ফিরে আসবেন তিনি।
উল্লেখ্য এই নৈশভোজের আমন্ত্রণপত্রেই ‘ইন্ডিয়া’র (INDIA) জায়গায় ‘ভারত’ লেখা নিয়ে বিতর্ক হয়েছে। সেই বিতর্ক উপেক্ষা করে জাতীয় স্বার্থে ওই আমন্ত্রণ রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।