রাজ্য বিভাগে ফিরে যান

আজ জন্মাষ্টমীতেও বৃষ্টিতে ভিজবে বঙ্গ? জানুন UPDATE

September 6, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: Reuters

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ জন্মাষ্টমী। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গে বৃষ্টি হবে কিনা সে নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই। তবে বাংলার উপকূলের অনেকটাই নীচে রয়েছে এই নিম্নচাপ। তাই বাংলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ৮-৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather forecast, #Rain, #Weather Update

আরো দেখুন