রাজ্য বিভাগে ফিরে যান

পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, ‘বাংলার মাটি, বাংলার জল’ রাজ্য সঙ্গীত করার প্রস্তাব

September 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধানসভায় ১লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস করার পক্ষে সওয়াল করল রাজ্য। পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চেয়ে, কোন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা যায় তা নিয়ে নানান স্তরে আলোচনা করছে রাজ্য। বেশ কয়েকটি প্রস্তাবও উঠে এসেছিল আলোচনায়। অনেকেই পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস পালন করার পক্ষে মত দিয়েছিলেন। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, ইতিহাসবিদ ও বিদ্বজনদের নিয়ে বৈঠকেও বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সকলের মতামত নেওয়ার পর আজ, ৭ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় ১লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস করার পক্ষে সওয়াল করেছে রাজ্য সরকার।

পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি নিজস্ব সঙ্গীত করারও প্রস্তাব এসেছে। ‘বাংলার মাটি, বাংলার জল…’ গানটিকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাব করা হয়েছে বিধানসভায়। দেশের মধ্যে অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাত, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ুর মতো রাজ্যের আলাদা ‘রাজ্য সঙ্গীত’ রয়েছে। এবার বাংলাও নিজস্ব রাজ্যের সঙ্গীত পেতে চলেছে। প্রসঙ্গত, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি লিখেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Assembly, #West Bengal day

আরো দেখুন