দেশ বিভাগে ফিরে যান

২৪শের আগে ফ্লোর টেস্টে এগিয়ে INDIA-ই? ৬-এর মধ্যে ৪রাজ্যেই ধাক্কা BJP-র

September 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জি-২০ সম্মেলন ২০২৩-এর আগে ইন্ডিয়া জোটের কাছে বড় ধাক্কা খেল বিজেপি। সদ্য প্রকাশিত দেশের ৭ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ফলাফলে এগিয়ে বিরোধীরাই । ২০২৪ লোকসভা ভোটের আগে এই উপ-নির্বাচনের ফল BJP ও INDIA জোটের কাছে ‘ফ্লোর-টেস্ট’ বলে মনে করছেন অনেকে। দিনের শেষে এই উপ-নির্বাচনে দেখা গেল মিশ্র ফল। ৩টি কেন্দ্র BJP-র দখলে গেলেও ৪টি কেন্দ্র গিয়েছে INDIA জোটের শরিকের ঝুলিতে। যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সদ্য সমাপ্ত বাংলার ধূপগুড়ি কেন্দ্রটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিম ইন্ডিয়া জয় বলেছেন। এক টুইটে (অধুনা x) তিনি বলেছেন ‘এটা ইন্ডিয়া টিমের বড় জয়। বাংলা তার মত জানাল এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে। জয় বাংলা, জয় INDIA।”

INDIA জোট গঠন হওয়ার পর এই প্রথম ৫ সেপ্টেম্বর কোনও নির্বাচন হল। তাতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ঝাড়খন্ডের ডুমরি, কেরলের পুথুপ্পল্লী, উত্তরপ্রদেশের ঘোসিতে জিতেছে বিরোধী INDIA। বিজেপি জিতেছে ত্রিপুরার ধনপুর, বক্সানগর ও উত্তরাখণ্ডের বাগেশ্বর আসনে। এই নির্বাচনের কয়েকটি কেন্দ্রে INDIA জোটের একত্রিত হওয়ার ছবি দেখা গিয়েছে। কেরলের পুথুপ্লল্লীতে কংগ্রেস প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির পুত্র চ্যান্ডি ওমেন রেকর্ড মার্জিনে জয় পেয়েছে। তিনি সিপিএম প্রার্থীকে ৩৭ হাজার ৭০০-র বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। বিজেপি প্রার্থী তৃতীয় স্থানে রয়েছেন। পশ্চিমবঙ্গের ধূপগুড়ি বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী বিজেপিকে ৪৩৪৪ ভোটে হারিয়েছে। ঝাড়খন্ডের ডুমরিআসনে জেএমএম প্রার্থী বেবি দেবী ১৭ হাজারের বেশি ভোটে জিতেছে। উত্তরপ্রদেশের ঘোসিতে বিজেপির দারা সিংহ চৌহানকে ৩৬ হাজারের বেশি ভোটে হাইয়ে জিতেছেন সমাজবাদী পার্টির প্রার্থী সুধাকর সিং।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #bjp, #election results, #Loksabha Election 2024

আরো দেখুন