আজও কী বৃষ্টিতে ভিজবে বাংলা? রইল UPDATE

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল শুক্রবারও দিনভর বৃষ্টি হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তেমন কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বর্ষার সময় যেটুকু বৃষ্টি হয় শুধুমাত্র সেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী দু দিনে কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
শনিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া তে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা দক্ষিণবঙ্গে আগামী দুদিন এরকমই থাকবে। দুদিন পর থেকে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।