দেশ বিভাগে ফিরে যান

সমন্বয় কমিটির বৈঠকের দিনই ED-র তলব, INDIA জোটকে ভয় পাচ্ছে BJP?

September 10, 2023 | < 1 min read

INDIA জোটকে ভয় পাচ্ছে BJP?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইন্ডিয়া জোটকে কি ভয় পাচ্ছে বিজেপি? বিরোধীদের বরাবরের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে মোদী সরকার। এবার দেখা গেল, বিরোধী জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার রাতে নিজের এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যে কমিটির একজন সদস্য তিনি। কিন্তু ইডি ওই দিনই তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে। তিনি জানান, রবিবার রাতে তিনি নোটিশ পেয়েছেন। এরপরই তিনি অভিযোগ করছেন, ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত হচ্ছেন।

এই পোস্টের সঙ্গে ‘ফিয়ার ইন ইন্ডিয়া’ হ্যাশট্যাগও জুড়েছেন অভিষেক। উল্লেখ্য, ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকে সমন্বয় কমিটি তৈরি হয়েছিল। কমিটিতে রাখা হয়েছিল অভিষেককে। তখন জানানো হয়েছিল, পরবর্তী বৈঠকের দিন পরে ঘোষণা হবে। সেই বৈঠকই দিল্লিতে হবে আগামী ১৩ সেপ্টেম্বর। মনে করা হচ্ছে, ইডির এই নোটিশের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের অন্য দলগুলিও সরব হতে পারে। অভিষেক ওই দিন ইডির দপ্তরে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। টুইটেও কোনও ইঙ্গিত দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Enforcement Directorate, #committee, #Central agencies, #INDIA alliance, #bjp

আরো দেখুন