← খেলা বিভাগে ফিরে যান
ভারত-পাক ODI যুদ্ধে সর্বোচ্চ স্কোর কত? কোন ব্যাটারের দখল সর্বোচ্চ রানের রেকর্ড?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাইশ গজে ভারত-পাক যুদ্ধ মানেই রেকর্ডের ছড়াছড়ি।
দেখে নিন চকমপ্রদ কিছু নজির:
দলগত সর্বোচ্চ স্কোর: ৩৫৬/৯, ২০০৪-০৫ সালে হায়দ্রাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৩৫৬ রান তুলেছিল।
দলগত সর্বনিম্ন স্কোর: ৭৯, ১৯৭৮-৭৯ সালে ভারতের পাক সফরে পাক বোলারদের দাপটে শিয়ালকোটে টিম ইন্ডিয়ার ইনিংস মাত্র ৭৯ রানে গুটিয়ে গিয়েছিল।
সর্বোচ্চ রান (ব্যক্তিগত): ১৯৯৭ সালে চেন্নাইয়ে ইনডিপেনডেন্স কাপের ষষ্ঠ ম্যাচে সঈদ আনোয়ার ভারতের বিরুদ্ধে ১৯৪ রান করেন। এটিই ভারত-পাক ওডিআই যুদ্ধে সর্বোচ্চ ব্যক্তিগত রান।
সেরা বোলিং (ব্যক্তিগত): আকিব জাভেদ শারজায় ১৯৯১-তে উইলস ট্রফির ফাইনালে ৩৭ রানের বিনিময়ে ভারতের ৭টি উইকেট শিকার করেছিলেন।