খেলা বিভাগে ফিরে যান

ভারত-পাক ODI যুদ্ধে সেরা দশ ব্যাটারকে চিনে নিন

September 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একদিনের ক্রিকেট ম্যাচে, ভারত-পাক লড়াইয়ে সেরা ব্যাটার কারা?

১) সচিন তেন্ডুলকর: টিম ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে ৬৯ টি ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার। মোট রান করেছেন ২,৫২৬, পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটা সেঞ্চুরি ও ১৬ টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।

২) ইনজামাম-উল-হক: দেশের হয়ে কিংবদন্তি পাক ব্যাটার ভারতের বিরুদ্ধে ৬৭টি ম্যাচ খেলেছেন। ভারতের বিরুদ্ধে চারটি সেঞ্চুরি-সহ ২,৪০৩ রান করেছেন প্রাক্তন পাক অধিনায়ক।

) সঈদ আনোয়ার: ৫০টি ম্যাচে ৪৮ বার ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে নেমেছেন সঈদ আনোয়ার। করেছেন ২,০০২ রান। চারটি সেঞ্চুরিও রয়েছে ভারতের বিরুদ্ধে।

৪) রাহুল দ্রাবিড়: ৫৮টি ওডিআই খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে। রাহুল ১,৮৯৯ রান করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। রয়েছে দুটি সেঞ্চুরি।

৫) শোয়েব মালিক: ৪২ বার ভারতের সামনে ব্যাট হাতে নেমেছেন ভারতের জামাই। সংগ্রহে রয়েছে চারটি সেঞ্চুরি-সহ ১,৭৮২ রান।

৬) মহম্মদ আজহারউদ্দীন: ৬৪ ম্যাচে পাক বোলারদের সামনে নেমেছেন আজহার, জোড়া সেঞ্চুরি-সহ সংগ্রহে রয়েছে ১,৬৫২ রান।

৭) সৌরভ গঙ্গোপাধ্যায়: পাকিস্তানের বিরুদ্ধে পঞ্চাশটি ইনিংসে ১,৬৫২ রান করেছেন দাদা। পাকিস্তানের বিরুদ্ধে দুটি সেঞ্চুরিও রয়েছে তাঁর।

৮) সেলিম মালিক: ভারতের বিরুদ্ধে ৫১ বার ব্যাট করতে নেমেছেন এই পাক ব্যাটার, ঝুলিতে রয়েছে ১৫৩৪ রান এবং দুটি সেঞ্চুরি।

৯) ইজাজ আহমেদ: ভারতের বিরুদ্ধে ৫৩টি ম্যাচ খেলেছেন ইজাজ, ব্যাট হাতে করেছেন ১,৫৩৩ রান। জোড়া শতরান রয়েছে।

১০) শাহীদ আফ্রিদি: টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৬৭ টি একদিনের ম্যাচ খেলেছেন আফ্রিদি। তাঁর সংগ্রহে রয়েছে ১,৫২৪ রান, দুটি সেঞ্চুরি রয়েছে ভারতের বিরুদ্ধে।

TwitterFacebookWhatsAppEmailShare

#batsman, #India Vs Pakistan

আরো দেখুন