খেলা বিভাগে ফিরে যান

ভারত-পাক ODI যুদ্ধে সেরা দশ বোলারদের চিনে নিন

September 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উপমহাদেশের মাটিতে বরাবর ভয়ঙ্কর পেসারদের জন্ম দিয়ে এসেছে পাকিস্তান। সে’দেশের বোলারদের গোটা বিশ্ব সমীহ করত।

ভারত-পাক ODI যুদ্ধে সেরা দশ বোলারদের চিনে নিন

১) ওয়াসিম আক্রম: পাক বোলিংকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন আক্রম। ভারতের বিরুদ্ধে ৪৭ টি ইনিংসে হাত ঘুরিয়ে ৬০ উইকেট নিয়েছেন আক্রম।

২) সাকলিন মুস্তাক: ঘূর্ণিতে প্রতিপক্ষকে ঘায়েল করতেন সাকলিন, ভারতের বিরুদ্ধে ৩৬ ম্যাচে ৫৭ টি শিকার করেছেন সাকলিন।

৩) অনিল কুম্বলে: ভারতে এই কিংবদন্তি স্পিনার পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ ম্যাচে বল ঘুরিয়ে ৫৪ উইকেট নিয়েছেন।

৪) আকিব জাভেদ: ভারতের বিরুদ্ধে ৩৯ ম্যাচে ৫৪টি উইকেট নিয়েছে এই পাক বোলার।

৫) জাভাগল শ্রীনাথ: এই ভারতীয় পেসার ৩৬টি ম্যাচে ৫৪ বার পাক ব্যাটারদের প্যাভেলিয়নের রাস্তা দেখিয়েছেন।

৬) ভেঙ্কটেশ প্রসাদ: পাকিস্তানের ৪৩ টি উইকেট শিকার করেছেন এই পেসার। দেশের জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে ২৯ ওডিআই খেলেছেন।

৭) কপিল দেব: ভারতের বিশ্বজয়ী অধিনায়ক পাকিস্তানের বিরুদ্ধে ৩২ একদিনের ম্যাচে হাত ঘুরিয়ে ৪২ উইকেট শিকার করেছেন।

৮) শোয়েব আখতার: এই বিধ্বংসী পাক বোলার ভারতের বিরুদ্ধে খেলা ২৮ ওডিআই-তে ৪১ উইকেট পেয়েছেন।

৯) শাহীদ আফ্রিদি: ভারতের বিরুদ্ধে খেলেছেন ৬৭টি ওডিআই, বল হাতে নিয়েছেন ৩৮ উইকেট।

১০) ওয়াকার ইউনিস: এই পাক পেসার ভারতের বিরুদ্ধে ২৬ ওডিআই খেলে ৩৭ উইকেট নিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #India Vs Pakistan

আরো দেখুন