খেলা বিভাগে ফিরে যান

ভারত-পাক ODI ডুয়েলে সফলতম অধিনায়কের কে? কী জানাচ্ছে পরিসংখ্যান?

September 10, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত-পাক লড়াই মানেই স্নায়ুর লড়াই, ফ্যানদের প্রত্যাশার চাপ আর প্রেসার ম্যাচে নার্ভ সামলে; যে’দল ভাল ক্রিকেট খেলবে, দিন শেষ তারাই শেষ হাসি হাসবে। তবে এসব ম্যাচে সব বেশি নজর থাকে অধিনায়কদের উপর। বলাবাহুল্য, গোটা চাপ তাঁদের উপর। পরিসংখ্যানে দেখে নেওয়া যাক, ভারত-পাক বাইশ গজের মহারণে কোন অধিনায়কের পারফরমেন্স কেমন? (বিগত দুই দশকের ওডিআই পরিসংখ্যানের নিরিখে)

সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০০-০৫): অধিনায়ক থাকাকালীন সৌরভ ১৭ বার ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। সাত বার জিতেছেন। পরাজিত হয়েছেন ১০ বার।

ওয়াসিম আক্রম (১৯৯৬-২০০০): ১৭টি ভারত-পাক ম্যাচে পাকিস্তানের অধিনায়কত্ব সামলেছেন এই পাক পেসার। এক ডজন অর্থাৎ ১২ বার জয়ী হয়েছেন। পাঁচবার হার স্বীকার করতে হয়েছে।

ওয়াকার ইউনিস (২০০৩): অধিনায়ক থাকাকালীন ওয়াকার ইউনিস ১টি ভারত-পাক লড়াইয়েই পাকিস্তানের নেতৃত্ব সামলেছেন। সেই ম্যাচে পাক ব্রিগেড পরাজিত হয়েছিল।

ইনজামাম-উল-হক (২০০৪-০৬): ভারত-পাক ক্রিকেট ডার্বিতে ২২ বার পাকিস্তানের হয়ে টস করতে এসেছেন ইনজামাম। জয় পেয়েছেন বারোবার, পরাজয়ের মুখ দেখেছেন ১০ বার।

রাহুল দ্রাবিড় (২০০৫-০৬): ভারত-পাক লড়াইয়ে ভারতের হয়ে ন’টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রাহুল। জিতেছেন পাঁচটি, হারের মুখোমুখি হয়েছেন চারবার।

হেন্দ্র সিংহ ধোনি (২০০৭-১৫): ১৮টি ভারত-পাক ম্যাচে ভারতের নেতা ছিলেন ধোনি। দেশের জন্যে ১১টি ভারত-পাক মহারণ জিতেছেন। সাতটিতে পরাজয় স্বীকার করেছেন।

শোয়েব মালিক (২০০৭-০৮): ভারতের বিরুদ্ধে আটটি দ্বৈরথে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তিনটিতে জয় এসেছিল, হারের মুখ দেখেছেন পাঁচটি ভারত-পাক ক্রিকেট ডার্বিতে।

মিসবা-উল-হক (২০০৮-১৫): আটবার ভারতের বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দিয়েছেন এই পাক ব্যাটার। চারটি জিতেছেন, হেরেছেনও চারটিতে।

ইউনিস খান (২০০৯): একবারই ভারত-পাক লড়াইয়ে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন ইউনিস খান। সেই ম্যাচে পাকিস্তান জেতে।

শাহীদ আফ্রিদি (২০১০-১১): ভারতের বিরুদ্ধে দুটি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। দু’বারই পাকিস্তান ভারতকে হারিয়ে দিয়েছিল।

বিরাট কোহলি (২০১৪-১৯): চারটি ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন কিং কোহলি। ফলাফল ৫০-৫০, দুটি জিতেছেন, দুটিতে হারের মুখ দেখেছেন।

সরফরাজ আহমেদ (২০১৭-১৯): ভারত-পাক ম্যাচে পাঁচবার পাকিস্তানের নেতৃত্ব সামলেছেন সরফরাজ। একবার মাত্র জয় পেয়েছেন, বাকি চার ম্যাচ জিতেছে ভারত।

রোহিত শর্মা (২০১৮-২৩): পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জার্সি পরে তিনবার টস করতে গিয়েছেন রোহিত। দু’বার জয় পেয়েছেন। একটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির জেরে।

বাবর আজম (২০২৩): ভারত-পাক ক্রিকেট ডার্বিতে একটি ম্যাচেই দেশকে নেতৃত্ব দিয়েছেন বাবর। কিন্তু বৃষ্টির কারণে খেলা বাতিল হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asian Cup, #India Vs Pakistan

আরো দেখুন