Asia Cup সুপার ফোর: পাকিস্তানকে গুঁড়িয়ে ২২৮ রানের বিরাট জয় ভারতের
September 11, 2023 | 2min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার বৃষ্টি জনিত ব্যাঘাতে বাতিল হয়ে গিয়েছিল ম্যাচ। গতকাল ভারত ২ উইকেটে ১৪৭ রানের পর বৃষ্টির করণে ম্যাচ থমকে যায়। তাই আজ ভারত-পাকিস্তান সুপার ফোর রাউন্ডের ম্যাচ শুরু হল রিজার্ভ ডে-তে। পুরো ৫০ ওভারের মহারণে ফের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক।
দেখুন UPDATE
ব্যাট করলেন না চোট পাওয়া দুই পাক বোলার নাসিম শাহ এবং হ্যারিস রউফ। ফলে ১৮ ওভার বাকি থাকতেই ২২৮ রানে বিরাট ব্যবধানে জিতল ভারত।
ফাহিম আশরাফকে (৪) আউট করলেন কুলদীপ যাদব।
৩২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২৮/৮
৩১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২১/৭
৩০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২১/৭
ইফতিকার আহমেদকে (২৩) আউট করলেন কুলদীপ। এই নিয়ে চতুর্থ উইকেট নিলেন কুলদীপ যাদব। ২৯.২ ওভারে পাকিস্তান ১১৯/৭।
২৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১১১/৬
শাদাব খানকেও (৬) আউট করলেন কুলদীপ। পাকিস্তান ২৭.৪ ওভারে ১১০/৬।
২৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১০৮/৫
২৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১০৪/৫
২৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১০৪/৫
আগা সলমন (২৩) কে এলবিডব্লিউ আউট করলেন কুলদীপ যাদব, ২৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৯৬/৫
২৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৯৩/৪
২২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮৯/৪
২১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮৩/৪
২০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭৯/৩
১৯.২ ওভার শেষে ২৭ রানে ফিরলেন ফখর জামান। কুলদীপ যাদবের বলে আউট তিনি। পাকিস্তানের রান ৭৭/৪
১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭৭/৩
১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭৬/৩
১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬৯/৩
১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬৮/৩
১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬৫/৩
ম্যাচ শুরু হতেই শার্দুল ঠাকুরের বলে ফিরলেন রিজওয়ান, পাকিস্তান ১৪ ওভারে ৬১/৩
১১ ওভারের মাথায় বৃষ্টিতে স্থগিত ভারত-পাক ম্যাচ। বদলে গিয়েছে পাকিস্তানের লক্ষ্যমাত্রা। এই ম্যাচের কোনও ফলাফল পেতে গেলে অন্তত ২০ ওভার খেলতে হবে। সেটা হলে পাকিস্তানকে ২০০ রান তুলতে হবে। অর্থাৎ বাকি ৯ ওভারে পাকিস্তানকে তুলতে হবে ১৫৬ রান।
হার্দিকের দুর্দান্ত স্পেলে ক্লিন বোল্ড বাবর আজম (১০), ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪৪/২
১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪৩/১। ফকর জামান ১৪ (২২) এবং বাবর আজম ১০ (২০)
৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩৮/১
৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩৭/১
৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২১/১
বুমরাহর দুর্দান্ত বলে ৯রানে গিলের হাতে ধরা দিলেন পাক ক্রিকেটার ইমাম-উল-হক
৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৭
ভারতীয় পেসারদের দুর্দান্ত স্পেলের মুখে ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৬
পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক এবং ফখর জামান সতর্কভাবে শুরু করেছিলেন এবং ভারতীয় পেসারদের বিরুদ্ধে খুব বেশি চেষ্টা করেননি।
৩৫৭ রানের বিরাট টার্গেট পুরন করতে মাঠে নামল পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক এবং ফখর জামান।
ভারতের বিরুদ্ধে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩৫৭ রান।
শেষতম ওভার শেষে ভারতের স্কোর ৩৫৬/২
৪৯ ওভার শেষে ভারতের স্কোর ৩৪১/২
৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৩৩০/২
বিরাটের সেঞ্চুরি, ৯৪ বলে ১২২ রান করেন তিনি। ওয়ানডেতে তার টানা ৪র্থ ১০০ রানের মাধ্যমে, বিরাট কোহলি মাত্র ২৭৮ ইনিংসে ১৩,০০০ রান স্পর্শ করেছেন।
সেঞ্চুরি করলেন রাহুল। ১০৬ বলে ১১১ রান করেন এই ভারতীয় ব্যাটার।
৪৭ ওভার শেষে ভারতের স্কোর ৩১৯/২
৪৬ ওভার শেষে ভারতের স্কোর ৩১০/২
প্রাক্তন ভারতীয় অধিনায়কের দুর্দান্ত ইনিংস। ODI ক্রিকেটে ৬৬তম হাফ সেঞ্চুরি করলেন কিং কোহলি। তিনি ৫৮ বলে ৫৭ রান করেন।
৩৫.২ ওভারে বিরাট কোহলি ও কেএল রাহুলের জুটি ১০০ রান করল। ভারতের স্কোর ২২৭/২
৩৪ ওভার শেষে ভারতের স্কোর ২১৫/২
রাহুল অর্ধশতরান পুরণ করলেন। তিনি ৬১ বলে ৫১ রান করেছেন।
৩৩ ওভার শেষে ভারতের স্কোর ২০৫/২
৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৯৩/২।
ভারত ৩০ ওভারে ১৭৫/২
ভারত ২৮ ওভারে ১৬৩/২
রিজার্ভ ডেতে ২৪.১ ওভারের পর থেকে শুরু হল ভারত-পাকিস্তান ম্যাচ। মাঠে বিরাট-রাহুল।
২৫ নভেম্বর, শনিবার দেশের ১ লক্ষ ৬০ হাজার ‘আয়ুষ্মান ভারত-হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’ তথা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম পাল্টাতে দেশের সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে মোদী সরকার