← রাজ্য বিভাগে ফিরে যান
কলেজে ভর্তির সময়সীমা বাড়াল শিক্ষা দপ্তর, জেনে নিন কত তারিখ পর্যন্ত মিলবে সুযোগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাড়ল রাজ্যের কলেজগুলিতে ভর্তির সময়সীমা। আগে শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছিল, ৩১ অগস্টের মধ্যে শেষ করতে হবে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া।
নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও প্রচুর স্নাতক স্তরের আসন ফাঁকা পড়ে রয়েছে। তাই স্নাতক স্তরের প্রথম বর্ষের আসন পূরণ করার জন্য সময়সীমা বাড়িয়ে দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া চলবে।
রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া চলবে। তারপর বিষয়টি নিয়ে ভাবা যাবে। যদিও এর পরে দুর্গাপুজোর মরশুম শুরু হয়ে যাচ্ছে। তখন ছুটি থাকবে। সুতরাং আবার ভর্তির প্রক্রিয়াটি পুজোর পরই ভাবা হবে।