বিরাটের সেঞ্চুরিতে ভেঙে ছারখার হলো সচিনের কোন রেকর্ড?
September 11, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শতরান করার পথে বিরাট কোহলি ভেঙে দেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সর্বকালীন একটি নজির। এদিন বীরত্বের নিজস্ব স্কোর যখন ৯৮ রান, তিনি বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি টপকে যান।
বিরাটের আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কেবল সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও সনৎ জয়সূর্য। বিরাট কোহলি মাত্র ২৬৭টি ইনিংসে এই মাইলস্টোন টপকে গেলেন। এতদিন সব থেকে কম ইনিংসে ব্যাট করে ১৩ হাজার ওয়ান ডে রান করার বিশ্বরেকর্ড ছিল শচীনের নামে। তিনি ৩২১টি ইনিংসে ব্যাট করে এই মাইলস্টোন টপকান।
এবার @MamataOfficial-র চালু করা এরাজ্যের অতি জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচে পাঞ্জাবে তা চালু করার সিদ্ধান্ত নিলেন আপ সরকারের মুখ্যমন্ত্রী @BhagwantMann