← দেশ বিভাগে ফিরে যান
কত দূর গেল আদিত্য-এল ১? কোথায় দাঁড়িয়ে ভারতের সূর্য অভিযান?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চন্দ্র অভিযানের পর সূর্যকে পাখির চোখ করেছে ইসরো। রওনা দিয়েছে আদিত্য-এল ১। জানা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের আগেই পৃথিবীর তৃতীয় কক্ষপথ পার করেছে আদিত্য-এল ১। মহাকাশযানটি এখন ২৯৬ কিমি X ৭১ হাজার ৭৬৭ কিমির উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। ইসরো এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে।
বেঙ্গালুরু, শ্রীহরিকোটা, পোর্টব্লেয়ার ছাড়াও মরিশাস থেকে আদিত্যের কক্ষপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। জানা গিয়েছে, সেপ্টেম্বরের ১৫ তারিখ বেলা দুটো নাগাদ আদিত্য পরবর্তী কক্ষপথ পরিবর্তন করতে পারে। ইসরো তরফে দাবি করা হচ্ছে, ১৮ সেপ্টেম্বরের মধ্যে আদিত্য চারবার পৃথিবীর চারপাশে ঘুরবে। আগামী বছর ফেব্রুয়ারিতে প্রথম সূর্যের ছবি পাঠাবে আদিত্য। সব ঠিকঠাক চললে, সফল হবে ভারতের প্রথম সূর্য অভিযান।